[email protected] বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

ট্রুডোর বিচ্ছেদে নেটিজেনদের হইচই, বিরক্ত মাহি

নিউজ ডেস্ক

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৩, ০৮:০৫

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

স্ত্রী সোফির সঙ্গে বিচ্ছেদ হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ট্রুডো নিজেই।

বুধবার (২ আগস্ট) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজেই তার ইনস্টাগ্রামে বিচ্ছেদের খবর প্রকাশ করেন।

এদিকে সাত সমুদ্র তেরো নদীর ওপারের দেশের ট্রুডো-সোফির বিচ্ছেদের খবর শুনে ঘুম হারাম এদেশের মানুষজনের। অধিকাংশজন বিষয়টি নিয়ে হইচই করছেন নেটমাধ্যমে। এতে বিরক্ত ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি।

নিজের ফেসবুকে এ বিরক্তি প্রকাশ করেছেন মাহি। রাগের ইমুজিসহ তিনি লিখেছেন, ‘বুঝলাম না, ট্রুডো -সোফির কোনও সমস্যা নাই। আমরা কেন মারা যাচ্ছি?’ এ পোস্টে মন্তব্যকারীরাও মাহির সঙ্গে সহমত প্রকাশ করে দুই কথা লিখে গেছেন।

ট্রুডো ও সোফি ২০০৫ সালে বিয়ে করেন। তাদের ৩ সন্তান আছে। সবচেয়ে বড় সন্তানের বয়স ১৫ বছর। তবে ৫১ বছর বয়সী ট্রুডো ও ৪৮ বছর বয়সী সোফির বিচ্ছদের কারণ এখনও জানা যায়নি।

তবে ধারনা করা হচ্ছে ট্রুডোর সঙ্গে রাজনীতিবিদ মেলানিয়া জোলির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। যদিও এর সত্যতা বা প্রমাণ খুব বেশি মেলেনি।

কেউ কেউ ধারনা করছেন ট্রুডোর ব্যস্ততার কারণেই ভেঙেছে সংসার। রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে পারিবারিক সময় না দেওয়ায় এ সম্পর্কে চিড় ধরতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এমএএইচ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর