প্রকাশিত:
১ অক্টোবার ২০২৩, ২১:৫৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’র ট্রেলার প্রকাশিত হয়েছে। আগামী ১৩ অক্টোবর সারাদেশে সিনেমাটি মুক্তি পাবে।
রোববার (১ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বাস্তব ইতিহাসের উপর ভিত্তি করে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শেষ হয়েছে ১৫ আগস্টের ঘটনার বর্ণনা দিয়ে। জাতির জন্য এই সিনেমা ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন তা এই সিনেমার মাধ্যমে চিত্রায়িত হয়েছে।’
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।
সিনেমাটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী এতে অভিনয় করেছেন।
গত ৩১ জুলাই বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: