প্রকাশিত:
২৫ সেপ্টেম্বার ২০২৩, ১৮:১১
শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে ‘জওয়ান’। মাত্র ১৮ দিনেই হাজার কোটির ক্লাবে প্রবেশের মধ্য দিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ খান। এখন পর্যন্ত শুধু ভারতে সর্বোচ্চ আয়কৃত হিন্দি সিনেমা ‘জওয়ান’।
হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং ডে-এর রেকর্ড ৭৫ কোটি রুপি। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে কম সময়ে ৩০০, ৪০০ ও পাঁচশ কোটির ঘরে প্রবেশ করা প্রথম সিনেমা জওয়ান এবং বিশ্বব্যাপী ১ হাজার কোটির ঘরে প্রবেশ করা সিনেমার মধ্যেও এটি প্রথম।
এরমধ্য দিয়ে শাহরুখ খানই প্রথম নায়ক যিনি একই বছরে দুটি হাজার কোটির সিনেমা দিয়েছেন।
স্যাকনিলের সূত্রে, রোববারেই জওয়ান বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপি অতিক্রম করেছে এবং শুধু ভারতেই এটি আয় করেছে ৫৬০.৮৩ কোটি রুপি।
শাহরুখের এমন মাইলস্টোন অর্জনে সাধুবাদ জানিয়ে চলচ্চিত্র বিশ্লেষক রমেশ বালা লেখেন, ‘শাহরুখই ভারতের প্রথম তারকা যার ১ হাজার কোটির ক্লাবে দুটি সিনেমা রয়েছে! একই ক্যালেন্ডার ইয়ারে দুই সিনেমা দিয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন যা দীর্ঘ সময় রেকর্ড হয়ে থাকবে।’
শাহরুখের ‘পাঠান’ হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছিল ২৭ দিনে। অন্যদিকে শুধু ভারতে আয় করেছিল ৫৪৩ কোটি রুপি, ৫৮ দিনে। সেই রেকর্ড ভেঙে মাত্র ১৮ দিনেই হাজার কোটির ক্লাবে ‘জওয়ান’।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। আরও রয়েছেন দিপিকা পাডুকোন, সঞ্জয় দত্ত, প্রিয়মণি, সঞ্জীতা, সানিয়া মালহোত্রা, লেহের খান প্রমুখ। সূত্র: দেশ রূপান্তর
বাংলা গেজেট/বিএম
মন্তব্য করুন: