[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

আবারও বিয়ে করবেন স্বাগতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বার ২০২৩, ২১:১৪

ছবি: সংগৃহীত

নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা জিনাত সানু স্বাগতা। সবাই তাকে স্বাগতা নামে চেনেন। অভিনয়, উপস্থাপনার পাশাপাশি গানও করেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। প্রয়োজনীয় কাজ শেষে কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরেবেন। এবার নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতা।

গণমাধ্যমকে স্বাগতা জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে আবারও বিয়ে করবেন তিনি। যদিও হবু বরের সম্পর্কে কিছু জানাননি এ তারকা। তবে শোবিজ অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে, তার সঙ্গে একাধিক গানে অংশ নেওয়া হাসান আজাদকেই বিয়ে করবেন তিনি।

জিনাত সানু স্বাগতা সাত বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর সিঙ্গেল জীবনই উপভোগ করছেন স্বাগতা। এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এ শিল্পী।

এদিকে গত জুন মাসে মুক্তি পেয়েছে স্বাগতার নতুন গান ‘সে সামথিং’। গানটি স্বাগতার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ পেয়েছে।

ছোটবেলা থেকেই গান করেন স্বাগতা। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন। ‘মহাকাল’ নামে একটি ব্যান্ডদল করেন তিনি। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন। এছাড়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর