[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

সালমানকে অশ্লীল ভাষায় আক্রমণ সোমি আলির

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বার ২০২৩, ২০:৩৯

ছবি: সংগৃহীত

সম্প্রতি বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে বিভিন্ন বিতর্কিত কথা বলে আলোচনায় আসেন সাবেক অভিনেত্রী সোমি আলি। বর্তমানে তিনি সমাজকর্মী। সম্প্রতি তিনি জানান যে কেউ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করেন।

সাম্প্রতিক সময়ে সাবেক প্রেমিক সালমান খানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার সালমান খানের বিরুদ্ধে অশ্লীল ভাষায় একটি পোস্ট করেন সোমি আলি। পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, তবে সোমি জানিয়েছেন যে এটি তিনি লেখেননি।

সোমি বলেন, আমি কোনো অবমাননাকর পোস্ট করিনি। আমার শেষ পোস্টটি ছিল গণপতি উৎসবের ছবি, যে উৎসবটি আমি বরাবর পালন করি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গণপতি উৎসবের উৎসাহ দেখে আমি অনলাইনে আমার অনুভূতি শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি। দুর্ভাগ্যবশত এর আগেও আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বেশ কয়েকবার হ্যাক হয়েছে, তাই এই ঘটনা অবাক হওয়ার মতো কিছু নয়। আমি আমার অ্যাকাউন্টটি আরও সুরক্ষিত করার জন্য আমার সমস্ত পাসওয়ার্ড পরিবর্তন করেছি ও পদক্ষেপ নিয়েছি।

সোমি আরও বলেন, ‘আমি কখনো সোশ্যাল মিডিয়ায় এমন কোনো ব্যবহার করব না যেটা আমার বা আমার সংস্থার মানহানি হয়। অনেকেই হয়তো বিশ্বাস করবেন না যে এই সময়ে দাঁড়িয়ে ডিজিটাল ল্যান্ডস্কেপে প্রোফাইল হ্যাক হওয়া কোনো বিশেষ ব্যাপার নয়। যারা ইন্টারনেটে দক্ষ তারা জানবেন যে এটা খুব সহজেই এখন ঘটে যায়। যারা আমাকে জানেন, আমাকে সাপোর্ট করেন, তাদের আমি প্রশংসা জানাই।

যে পোস্টটি মুছে ফেলা হয়েছে, সেই পোস্টে সোমি আলির একটি পুরো ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘তোমার বাবা তোমার মাকে অত্যাচার করতেন। তুমি ছোটবেলা থেকে সেটাই দেখে বড় হয়েছ। তাই তুমিও অশিক্ষিত তৈরি হয়েছে। তুমি শাহিন, সংগীতা, সোমি সবাইকে মারতে। একবার ক্যাটরিনাও আমায় ফোন করেছিল। তোমায় আল্লাহ ক্ষমা করবেন না।’

পাশাপাশি সালমানকে অশ্লীল গালিগালাজও করা হয় সেই পোস্টে। সোমির দাবি তার প্রোফাইল হ্যাক করে এই পোস্ট করেছে হ্যাকাররা।

সম্প্রতি সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেত্রী। বলিউডে থাকাকালীন তাকে কোন কোন খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, সম্প্রতি সেই বিষয়ে মুখ খোলেন সোমি। সোমি তুলে ধরলেন কোন কোন অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে বলিউডে।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর