[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

ডোডোর গল্প দিয়ে দুই বছর পর শুটিংয়ে ফিরছেন পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বার ২০২৩, ০০:৩২

ছবি: সংগৃহীত

মাতৃত্বের কারণে দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অবশেষে তিনি ফিরছেন, তাও দুই বছর পর।

রোববার রাতে রাজধানীর বনানী ক্লাবে সরকারি অনুদানের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘ডোডোর গল্প’ নামের ছবিটি পরিচালনা করবেন রেজা ঘটক। সিনেমাটিতে পরীকে দেখা যাবে কাজল চৌধুরী নামের এক চরিত্রে।

জানা গেছে, আগামী ৫ অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে। এ ছবির মধ্য দিয়ে শুটিংয়ে নামছেন নায়িকা। ছবিটিতে দেখা যাবে ৮৭ জন শিল্পীকে এবং শুটিং হবে ২৫টিরও বেশি লোকেশনে।

পরীমণি বলেন, ‘ছবিটি নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছিল। গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে।’

‘ডোডোর গল্প’ সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। ছবিটিতে পরীমণির বিপরীতে সাইমন সাদিকের অভিনয়ের কথা রয়েছে। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর