[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

বিমানবন্দরে শাকিবকে বরণ করলেন ভক্তরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৩, ২৩:৪৯

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন শাকিব খান। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৯টায় শাহজালাল বিমানবন্দনের অবতরণ করেন। এ সময় প্রিয় তারকাকে বরণ করতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন কিং খানের ভক্তরা।

আগে থেকেই শাকিবের জন্য অপেক্ষা করছিলেন ভক্তরা। ভিআইপি টার্মিনাল থেকে বের হওয়ার দরজায় শাকিবকে দেখেই ভক্তরা স্লোগান দিতে থাকেন। এ সময় সুপারস্টারও হাত নেড়ে জবাব দেন অনুরাগীদের ভালোবাসার।

এক মাস পাঁচ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন শাকিব। গেল ৭ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পায় শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমা। এর আগে ৪ জুলাই দেশটিতে যান তিনি। মূলত, ছবি মুক্তি উপলক্ষে সেখানে যাওয়া তার।

এদিকে দেশের প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ দেখা হয়নি তার। সেকারণে যুক্তরাষ্ট্রে সিনেমাটি দেখেন তিনি। প্রবাসি দর্শকরা তাকে পেয়ে উচ্ছ্বসিত হন।

গেল ঈদুল আজহায় মুক্তি পায় ‘প্রিয়তমা’ সিনেমা। আরশাদ আদনান পরিচালিত সিনেমাটি পরিচালনা করেন হিমেল আশরাফ এর কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর