infomorningtimes@gmail.com মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ২রা পৌষ ১৪৩২

ওটিটিতে দুনিয়া কাঁপানো ‘বার্বি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বার ২০২৩, ০৩:৫৯

ছবি: সংগৃহীত

পুরো বিশ্বের বক্স অফিসে ইতিহাস গড়েছে মার্গট রবি অভিনীত সিনেমা ‘বার্বি’। অবশেষে ওটিটিতে এলো এই দুনিয়া কাঁপানো ছবি।

প্রাইম ভিডিওতে ৪৯৯ রুপি দিয়ে দেখা যাচ্ছে এই সিনেমা।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) প্রাইম ভিডিওর পক্ষ থেকে ‘বার্বি’র পোস্টার শেয়ার করে এই খবর জানানো হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, আপনারা কি হাই বার্বি বললেন? প্রাইম ভিডিও স্টোরে বার্বি দেখা যাচ্ছে, দেখে নিন।

চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘বার্বি’। মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। দেড় মাসেই সিনেমাটি উঠে গিয়েছে ২০২৩ সালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকার শীর্ষে।

ইউটোপিয়ান বারবি ল্যান্ড থেকে বহিষ্কৃত হওয়ার পরে বারবি ও কেন বাস্তব পৃথিবীতে ঘুরে বেড়ায় আত্ম-আবিষ্কারের যাত্রায়। সেখানে ঘটতে থাকে মজার মজার সব ঘটনা। এমন গল্পেই নির্মিত হয়েছে সিনেমাটি।

‘বার্বি’ সিনেমাটির পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মারগট রবি এবং রায়ান গসলিং।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর