[email protected] রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

প্রতারণা মামলা

নুসরাতকে ইডির তলব প্রসঙ্গে যা বললেন যশ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বার ২০২৩, ০০:০৪

ফাইল ছবি

অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান গত তিন দিন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ইডির অফিসে তলব করা হয়েছে তাকে। ফ্ল্যাট দেওয়ার নামে বিপুল অংকের টাকা প্রতারণার মামলায় বসিরহাটের তৃণমূল সাংসদকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

নুসরাতের মামলার সংবাদে ভারতের রাজ্য রাজনীতির মাঠ গরম, অন্যদিকে যশ তখন শহরজুড়ে নতুন হিন্দি সিনেমার প্রচারে মগ্ন।

কলকাতা বিমানবন্দরের বাইরে হলুদ ট্যাক্সির সামনে অভিনেত্রী দিব্যা খোসলা কুমারের সঙ্গে দেখা গেল নায়ককে। তার আসন্ন ‘ইয়ারিয়া-২’ সিনেমা প্রচার চলছে পুরোদমে।

সিনেমার প্রচারের ফাঁকেই ভারতীয় একটি গণমাধ্যমকে যশকে নুসরাত প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কিছুটা এড়িয়ে যান। বলেন, ‘আমি এখন নতুন সিনেমার কাজে ব্যস্ত। আমার মনে হয় না, এটা সঠিক সময় এ বিষয়ে কথা বলার। সঠিক সময় এলে নিশ্চয়ই সব উত্তর দেব।’

আগামী মঙ্গলবার নুসরাতের সঙ্গে সিজিও কমপ্লেক্সে যশ যাবেন কি না- সে কথাও স্পষ্ট করে বলা যাচ্ছে না। কারণ আজ (৯ সেপ্টেম্বর) সিনেমার প্রচারের জন্য মুম্বাই চলে যাবেন যশ। তাই মঙ্গলবারের মধ্যে আদৌ তিনি ফিরবেন কি না, ফিরলেও তিনি ইডি অফিসে নায়িকার সঙ্গে যাবেন কি না, তা সঠিক বলা যাচ্ছে না।

নুসরত ছাড়াও ইডির পক্ষ থেকে সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহ এবং ‘স্লিপিং ডিরেক্টর’ রূপলেখা মিত্রকে তলব করা হয়েছে।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর