[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

তামিল সিনেমা নকল করেছে ‘জওয়ান’!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বার ২০২৩, ২৩:৩০

ফাইল ছবি

ভারতে যখন বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ ঝড় বইছে তখনই ছবিটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল লোকের দাবি, একটি তামিল সিনেমার নকল করে ‘জওয়ান’ নির্মাণ করা হয়েছে।

মুলত এই আলোচনার শুরু এক ব্যক্তির অভিযোগকে কেন্দ্র করে। সামাজিক মাধ্যমে জনৈক ওই ব্যক্তি বলেছেন, ১৯৮৯ সালের তামিল চলচ্চিত্র ‘থাই নাডু’র গল্প অনুসরণ করে বানানো হয়েছে ‘জওয়ান’। সেই ছবিতেও সত্যরাজ শাহরুখের মতো পিতা ও পুত্রের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ব্যক্তি ১৯৮৯ সালের ‘থাই নাডু’র পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘জওয়ানের অরিজিনাল তামিল সংস্করণ- ১৯৮৯।’

যারা ‘থাই নাড়ু’ ছবিটি দেখেছেন তাদের অনেকেই একমত হয়েছেন যে দুটি ছবিতে সত্যিই মিল আছে অনেক। আবার কেউ কেউ বলছেন ‘জওয়ান’ ছবিতে দক্ষিণের সেই ছবির ছাপ থাকলেও গল্প মৌলিক।

আরও পড়ুন- ‘জওয়ান’-এর জন্য শাহরুখ একাই নিয়েছেন ১০০ কোটি, বাদ বাকিরা?

এর আগেও ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছিল। ২০১৯ সালে ‘বিগলি’ ছবি মুক্তির সময়ও একই ঘটনা ঘটেছিল। সেই সময় তেলেগু শর্ট-ফিল্ম নির্মাতা নন্দী চিন্নি রেড্ডি অভিযোগ করেছিলেন তার সিনেমা ‘স্লাম সসার’-এর নকল করে ‘বিগলি’ বানিয়েছেন অ্যাটলি। এরপর এই নির্মাতার ২০১৬ সালের সিনেমা ‘থেরি’-ও নকল করে বানানো বলে অভিযোগ উঠেছিল।

যদিও নকলের অভিযোগও থামাতে পারছে না ‘জওয়ান’ ঝড়। মুক্তির পর দুই দিনে বক্স অফিসে ২০০ কোটি রুপির বেশি কালেকশন করেছে সিনেমাটি। বিশ্লেষকরা মনে করছেন, এই আয়ের ধারা অব্যহত থাকবে সামনের দিনগুলোতেও।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর