[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

বিয়ের দাবিতে তরুণীর অবস্থান, প্রেমিক পলাতক

নরসিংদী

প্রকাশিত:
৬ সেপ্টেম্বার ২০২৩, ১৭:৩৫

সংগৃহীত ছবি

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। গত রোববার সকাল থেকে নরসিংদীর মনোহরদীর বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের প্রেমিক হিমেল মিয়ার বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। হিমেল ওই গ্রামের পাসু মিয়ার ছেলে। ঘটনার পর প্রেমিক হিমেল বাড়ি থেকে পালিয়েছেন।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া ওই তরুণী জানান, ৪ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের ফাঁদে ফেলে হিমেল মিয়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ায়। গত শনিবার হিমেল জানায়, পরিবার থেকে তাকে অন্যত্র বিয়ের করানোর আলোচনা চলছে। তার কথায় গত রোববার সকালে এই বাড়িতে আসার পর হিমেল পালিয়ে যায়।

পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে এসে অবস্থান করছেন ওই তরুণী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান তরুণী।

তরুণীর বাবা জানান, আমার মেয়ে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে।

প্রতিবেশী হিমেল মিয়া মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। গত রোববার দুপুরে জানতে পারি হিমেলের বাড়িতে অবস্থান করছে আমার মেয়ে। পরে ওই বাড়িতে গিয়ে মেয়ের সঙ্গে কথা বলে তাদের সম্পর্কের কথা জানতে পারি। হিমেলকে জিজ্ঞেস করলে সে সম্পর্ক অস্বীকার করে। তাছাড়া আমাকে মারধর করারও হুমকি দেয়।

পরে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এদিকে পলাতক থাকায় এ নিয়ে হিমেলের মন্তব্য পাওয়া যায়নি। তবে হিমেলের বাবা পাসু মিয়া বলেন, ‘ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি।’

মনোহরদী থানা পুলিশের ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, ‘ঘটনা জানতে পেরে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’ সূত্র: কালের কণ্ঠ

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর