[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর

প্রকাশিত:
৬ সেপ্টেম্বার ২০২৩, ১৭:২৫

ফাইল ছবি

শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি জানান, শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ বুধবার সকাল থেকে ভারতের সঙ্গে এ বন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। একদিন বন্ধের পর আগামীকাল বৃহস্পতিবার থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

এদিকে, হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, হিলি স্থলবন্দরে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর