[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১

কুপিয়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা!

বগুড়া

প্রকাশিত:
৫ সেপ্টেম্বার ২০২৩, ১৬:৫১

সংগৃহীত ছবি

বগুড়ায় পূর্বশত্রুতার জের ধরে আশিক সরকার নামের এক যুবকের হাতের কব্জি ও দুই পায়ের গোড়ালি কুপিয়ে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘি এলাকায় এই ঘটনা ঘটে। আশিক ওই এলাকার তোজাম্মেল হক তোতার ছেলে।

জানা গেছে, চার-পাঁচজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আশিককে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ধারালো অস্ত্রের আঘাতে আশিকের হাতের কব্জি ও দুই পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

আশিক পুলিশের কাছে তিন-চারজনের নাম বলেছে। আমরা অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি বলে জানান বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর