[email protected] শনিবার, ২রা নভেম্বর ২০২৪, ১৮ই কার্তিক ১৪৩১

রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৫ সেপ্টেম্বার ২০২৩, ০০:০০

সংগৃহীত ছবি

রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় পবায় সংস্থাটির জেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আনসার ও ভিডিপির রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহার।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আভ্যন্তরীন আইনশৃংখলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা সক্রিয় ভূমিকা রেখে আসছেন। উন্নয়ন কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরো যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে।

এ জন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্য-সদস্যাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেরা সাবলম্বী এবং সুখি সমৃদ্ধ দেশ গড়ায় অবদান রাখছেন।

জেলার প্রায় ৩৩০ জন আনসার-ভিডিপি সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন। ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ও সংগঠনের কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ২৫টি বাইসাইকেল, ৩টি সেলাই মেশিন, ৪০টি ছাতা ও মগ বিতরণ করা হয়।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর