[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৩ সেপ্টেম্বার ২০২৩, ০২:১০

ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়িতে ৫০০ গ্রাম হেরোইনসহ ফরহাদ (৩৪) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মহিশালবাড়ী এলাকা থেকে ৫’শ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে র‌্যাব-৫।

গ্রেফতারকৃত আসামি উপজেলার মাটিকাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।


শনিবার (২ সেপ্টেম্বর) র‌্যাব-৫ এর সদর কম্পানীর কমান্ডার সিনিয়র এএসপি তৌফিক আহম্মেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল উপজেলার মহিশালবাড়ী এলাকায় চেক পোষ্ট বসায়। এ সময় ফরহাদ নামের এক ব্যাক্তি’র হেফাজত থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত হেরোইনসহ আটক করে র‌্যাব-৫ এর সদর দফতরে নিয়ে আসা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে ফরহাদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে।

পরবর্তীতে শনিবার দুপুরে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এছাড়া আসামি ফরহাদের বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানার মামলা নং-২৮, তারিখ- ২০ জুলাই, ২০১৫, জি আর নং-২২৫/২০১৫, ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯ (১)এর ১(ক) বিচারাধীন বলেও জানান এই কর্মকর্তা।

 

 

বাংলা গেজেট/এমএএইচ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর