[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

বেড়াতে এসে নদীতে ডুবে দুই বন্ধুর মৃত্যু

টাঙ্গাইল

প্রকাশিত:
২ সেপ্টেম্বার ২০২৩, ১৭:২১

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের নাগরপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আল মামুন (২১) ও সুজন মিয়া (২২) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মনোরা গ্রামের বারিন্দা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আল মামুন ঢাকা জেলার সাভার রাজাশন এলাকার মোকছেদ আলীর ছেলে ও সুজন মিয়া একই এলাকার জহির আলীর ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার বেলাল হোসেন বলেন, উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাওতারা গ্রামের হযরত আল আমিনের বাড়িতে বেড়াতে আসে তিন বন্ধু। পরে তারা বারিন্দা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে দুই বন্ধু পানিতে ডুবে যায়।

খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ডুবুরি দল নিয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং তাদেরকে উদ্ধারে অভিযান শুরু করি। বিকেল ৪টার দিকে মৃত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি'র কাছে লাশ হস্তান্তর করা হয়।

নাগরপুর থানা পুলিশের ওসি সাজ্জাদ হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সূত্র: রাইজিংবিডি

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর