[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

রাজপথেই জাতির মুক্তির দাবি আদায় হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২ সেপ্টেম্বার ২০২৩, ০১:৩৪

ছবি: সংগৃহীত

রাজপথেই জাতির মুক্তির দাবি আদায় হবে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে নয়, রাজপথে থেকেই দাবি আদায় করা হবে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর ভুবনমোহন পার্ক এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকালে তিনি একথা বলেন।

মিনু বলেন, বিএনপির আন্দোলন দেশের ১৯ কোটি মানুষের আন্দোলন। আজ জাতি মুক্তি পেতে চায়। নিজেদের ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনতে চায়। বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। দেশ আজ দুঃশাসনে কবলিত। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্যসঙ্গী। বিরোধী দল দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা।


তিনি বলেন, সরকার যেখানে জনগণের প্রতিপক্ষ, সেখানে মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকতে পারে না। সুতরাং জনগণের নিরাপত্তা বিধানের জন্যই বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এসময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর