[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

পুলিশ সদস্যের প্রাণ গেল কাভার্ড ভ্যানের ধাক্কায়

নিজস্ব প্রতিবেদক, নাটোর

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৩, ০৪:৪০

আব্দুর রহমান বিপ্লব

নাটোরের সিংড়ায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুর রহমান বিপ্লব (২৪) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার আজর দরগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য বগুড়া সদর মালগ্রাম এর সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি রাজশাহীর পবা হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মাসুদ রানা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পুলিশ সদস্য তার কর্মস্থল রাজশাহী পবা হাইওয়ে থানা এলাকা থেকে মোটরসাইকে নিজ বাড়ি বগুড়ার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন।

পরে স্থানীয় এলাকাবাসী ও বাংলাদেশ সেনাবাহিনী তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর