[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

কারিগরি ত্রুটিতে বন্ধ মেট্রোরেল

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৩, ০০:৫৬

ফাইল ছবি

কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ত্রুটিমুক্ত হলে আবারো চলাচল শুরু করবে। বুধবার (৯ আগস্ট) মেট্রোরেল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সকাল সাড়ে ৯টার পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত সময়ের মধ্যে ত্রুটি সারানোর লক্ষে কাজ চলছে। কাজ শেষ হলেই স্বাভাবিক হবে মেট্রোরেল চলাচল।

হঠাৎ মেট্রোরেল বন্ধ হওয়ায় অসুবিধায় পড়েছেন নিয়মিত যাতায়াত করা যাত্রীরা। উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশনে রাফসান নামে এক যাত্রী জানান, এসে দেখি প্লাটফর্মে দীর্ঘ লাইন। যদিও টিকিট বিক্রি রয়েছে বন্ধ।

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন বলেন, বিদ্যুতের লাইনে কোনো কিছু পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে। তাদের কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে দেখছেন কোথায় সমস্যা হয়েছে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর