[email protected] বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

‘গ্রিনসিটিকে রক্তাক্ত করতে চাইলে বিনা হাতে ফিরবে না পুলিশ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৩, ০৭:২৭

আরএমপি’র সদ্য পদায়ন হওয়া পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যদি দেখি কোনো একটি মহল উসকানি দিচ্ছে বা কোনো একটি মহল রাস্তাঘাটে নেমে সুন্দর এই শান্তির শহরকে, এই গ্রিনসিটির গ্রিন যদি কেউ রক্তে লাল করতে চায়, আমরাও বিনা হাতে ফিরে আসব না। আমরাও তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেব। আমরাও তাদের সমুচিত জবাব দেব।

সোমবার (৭ জুলাই) বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদ্য পদায়ন হওয়া পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন,  আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতা করলে কোনো ছাড় দেওয়া হবে না। কেউ যেন এখনকার পুলিশকে ২০১৩-১৪ সালের পুলিশ মনে না করেন। পুলিশ কিংবা সাধারণ মানুষের গায়ে হাত পড়লে, সেই হাত এবার আস্ত থাকবে না।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতা করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদ্য পদায়ন হওয়া পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

পুলিশ কমিশনার বিপ্লব বিজয় বলেন, সামনে নির্বাচন। নির্বাচনমুখী চঞ্চলতা শুরু হবে। যদি আমরা কখনো দেখি ২০১৩-১৪ সালের মতো সহিংসতা করার উদ্যোগ গ্রহণ করেছে, তাহলে আমরা সমুচিত জবাব দেব। আপনারা সেই ১৩,১৪, ১৫ সালের পুলিশ আমাদেরকে মনে করবেন না।

সাধারণ মানুষের গায়ে যদি হাত পড়ে, আমাদের পুলিশের গায়ে যদি হাত পড়ে, সেই হাত আস্ত থাকবে না। আমরা আইনের মাধ্যমে সেই হাতের বিচার করব। সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি।

আমাদের সহজ-সরল মানসিকতার যদি কেউ জটিল করে নিতে চায়, তাদের প্রতিও আমাদের সতর্কতা বাণী থাকল। আমরাও কিন্তু ছেড়ে কথা বলব না।

পুলিশ কমিশনার বলেন, পুলিশের কোনো সদস্য যদি মাদক, জুয়া ও পতিতাবৃত্তির পক্ষে অবস্থান নেন, তাহলে তিনি আরএমপিতে থাকতে পারবেন না।

শহরে যে সমস্ত কিশোর-তরুণেরা সাইলেন্সারের মুখ বড় করে প্রচণ্ড গতিতে উচ্চশব্দে বাইক হাঁকিয়ে বেড়ায়, আগামীকাল থেকেই তাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে। স্কুল-কলেজের ড্রেস পরে যারা পদ্মাপাড়ে বসে থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে আগামীকাল থেকেই।

আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন পোর্টালের সাংবাদিকেরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এমএএইচ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর