প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৩, ২৩:১৫
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাটে ডিপ্লোমা ইন মেডিকেল এসিস্ট্যান্টের (ম্যাটস) শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে আধুনিক জেলা হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন ডিএমএফ চিকিৎসক নেওয়াজ মোরশেদ, ইন্টার্ন শিক্ষার্থী সুমি আক্তার, তরিকুল ইসলাম, সুলতান মাহমুদ ও আব্দুল ওহাবসহ প্রমুখ। ম্যাটসের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয়।
সমাবেশে বক্তারা তাদের দাবি মানার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, চারটি দাবি শিক্ষার্থীদের প্রাণের দাবি। মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলা গেজেট/বিএম
মন্তব্য করুন: