প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৩, ০৩:০৪
রাজশাহীতে অতিরিক্ত দামে ডাব বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নগরীর সাহেব বাজার এলাকায় খুচরা দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম।
তিনি বলেন, ডেঙ্গুর অজুহাতে রাজশাহীতে প্রতিপিস ডাব সর্বনিম্ন ১০০-১৮০ টাকা দরে বিক্রি করছে ব্যবসায়ীরা। অসাধু এই ব্যবসায়ীদের ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর মাঠে তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে আজ সাহেব বাজার এলাকায় খুচরা দোকানগুলোতে অভিযান চালানো হয়। এ অভিযানে ডাবের দাম বেশি রাখায় ও মূল্য তালিকা না থাকায় চারটি দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অন্যান্য খুচরা ব্যবসায়ীদের সতর্কতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়। ডাবের বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: