[email protected] মঙ্গলবার, ৭ই জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

বিঘাপ্রতি ২০০০ টাকা

পুকুর ভাড়া করে পাট জাগ!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৩, ২২:২৯

ছবি: সংগৃহীত

দাম ভালো থাকায় কৃষকরা এবার ব্যাপকহারে পাট চাষে ঝুঁকেছেন। কিন্তু দীর্ঘ অনাবৃষ্টি আর খরায় পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে রাজশাহীর কৃষকেরা পড়েছেন চরম বিপাকে। উপায় না পেয়ে বাধ্য হয়ে পুকুর ভাড়া নিয়ে দিচ্ছেন পাট জাগ। এরজন্য প্রতি বিঘা জমির পাট জাগ দিতে কৃষকদের গুণতে হচ্ছে দুই হাজার টাকা।

খরাপ্রবণ রাজশাহী এলাকায় দীর্ঘদিন দেখা নাই বৃষ্টির। মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও এতে পুকুরে পানি জমছে না। তাই পুকুর মালিক স্যালো মেশিন দিয়ে পানি জমিয়ে রেখে পুকুর প্রস্তুত করে রাখছেন। সেই পুকুরে এলাকার চাষিরা পাট জাগ দিচ্ছেন।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি বছর রাজশাহী জেলায় ১৯ হাজার ৬০০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। গত বছরের তুলনায় ৪৪২ হেক্টর বেশি জমিতে পাটের চাষ হয়েছে। বৃষ্টিপাত কম হওয়ার কারণে পাট চিকন (পাতলা) ও ফলন কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি এমন থাকলে চাষিরা আরও ক্ষতিগ্রস্ত হতে পারেন।


জানা গেছে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে জেলার বাঘা উপজেলার কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৩ হাজার ৮০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাট চাষে মোটামুটি অনুকূল আবহাওয়া ছিল। বর্তমানে পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং শুকানোর কাজ করছেন চাষিরা। উপজেলার বিভিন্ন বাজারে ইতিমধ্যে নতুন পাট উঠতে শুরু করেছে। শুকনো পুকুরে পানি জমিয়ে অনেকে পাট জাগের জন্য পুকুর লিজ দিচ্ছেন। এতে চাষিদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতে দাবদাহ কিছুটা কমলেও পাট ও আমন ধান চাষাবাদের জন্য কোনো সুফল বয়ে আনছে না। কেননা, পাট কাটার পর সেই জমিতে আমনের চাষাবাদ করার কথা চাষিদের। কিন্তু পানির অভাবে জাগ দিতে না পারায় সেই পাটগাছ জমিতেই শুকিয়ে নষ্ট হচ্ছে। একই কারণে আমন ধানও রোপণ করতে পারছেন না চাষিরা। ফলে উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

হামিদকুড়া গ্রামের পাট চাষি হাবিবুর রহমান বলেন, আমার দুই বিঘা জমিতে পাটের আবাদ করেছিলাম। বৃষ্টি না থাকায় পাট জাগ দিকে পারছিলাম না। পাট কাটার পর জানতে পারলাম বেলাল হোসেন নামের এক ব্যক্তি নিজের স্যালো মেশিন দিয়ে পানি দিয়ে পাট জাগ দেওয়ার জন্য পুকুর প্রস্তুত করে রেখেছেন। ৪ হাজার টাকায় দুই বিঘা জমির পাট জাগ দিয়েছি। আমার মতো অনেকেই এই পুকুরে পাট জাগ দিয়েছেন।

আরেক পাট চাষি আনার আলি বলেন, অনাবৃষ্টির কারণে এবার খালে বা বিলে পানি নেই। এদিকে পাট কাটার সময় হয়ে গেছে। কিন্তু জাগ দেওয়ার পানি না থাকায় পাট কাটতে পারছিলাম না। শেষে উপায় না পেয়ে বাধ্য হয়ে ২ হাজার টাকা বিঘা হিসেবে পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিচ্ছি। একই এলাকার আমজাদ আলি বলেন, এবার বৃষ্টি কম ও খরা বেশি হওয়ায় পাটগাছ তেমন বড় হয়নি। আগে বিলে বা নদীতে বেশি পানিতে পাট জাগ দিয়ে ওপরে কলাগাছ দিয়ে ডুবিয়ে রাখা হতো। এতে পাটের আঁশের রঙ ভালো হতো। কিন্তু পানি না থাকায় অল্প পানিতে কাদামাটি দিয়ে চাপা দিয়ে পাট জাগ দেওয়ায় আঁশের রঙ বেশি ভালো হচ্ছে না। এতে এসব পাটের দাম কম হবে।

জোতরঘু গ্রামের পুকুর মালিক বেলাল হোসেন বলেন, এলাকায় অনেক দিন থেকে বৃষ্টি নেই। আগের একটু পানি ছিল, এতে পাট জাগ দিতে চাচ্ছিলেন চাষিরা। আমি চিন্তা করে দেখলাম, আমার স্যালো মেশিন আছে, এই মেশিন দিয়ে পুকুরে পানি দিয়ে প্রস্তুত করি। তারপর চাষিদের একটি শর্তে পাট জাত দিতে অনুমতি দিয়েছি।

উপজেলার দিঘা হাটে পাট বিক্রি করতে আসেন দিঘা গ্রামের মকুল হোসেন বলেন, এক বিঘা জমিতে পাট চাষ করতে লাঙল, বীজ, সেচ, কাটা, পরিষ্কার করা, সারসহ যাবতীয় খরচ হয় ১০-১২ হাজার টাকা। উৎপাদন হচ্ছে ১০-১২ মণ। বিক্রি হচ্ছে ১৮-২০ হাজার টাকায়।

অন্যদিকে জেলার পবা উপজেলার ভোলাবাড়ী এলাকার পাটচাষি হামেদ আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন, অনাবৃষ্টিতে খাল-বিলের পানি শুকিয়ে পাট পঁচানোর জায়গার সংকট সৃষ্টি হয়েছে। এতে কেউ কেউ পাট না কেটে জমিতে রেখে বৃষ্টির অপেক্ষা করছেন। আবার কেউ কেউ পাট কেটে জমিতেই ফেলে রাখায় তা শুকিয়ে নষ্ট হচ্ছে।

রাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এবারে বৃষ্টি না থাকায় অনেক পাট চাষিরা পুকুর ভাড়া নিয়ে আবার কেউ কেউ বিঘা প্রতি পুকুরে পাট জাগ দিচ্ছেন। এতে চাষিদের খরচ কিছুটা বেশি হচ্ছে। কোন উপায় নেই। আবাদ করলে একটু খরচ করতে হয়। উপজেলার বিভিন্ন বাজারে ইতিমধ্যে নতুন পাট উঠতে শুরু করেছে বলেও জানান তিনি।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, পানির অভাবে অনেক বিল শুকিয়ে যাওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে চাষিরা বিপাকে পড়েছেন। তবে পবার বারোনাই নদীতে পানি ও কচুরিপানা রয়েছে। সেখানে কৃষকরা পাট জাগ দিতে পারবে।

তিনি বলেন, সরকারি পাটকল বন্ধ। তবুও পাট বিক্রিতে কৃষকের সমস্যা হবে না। কারণ বেসরকারি পাট কলগুলো রয়েছে। এছাড়া বিদেশে পাটের ব্যাপক চাহিদা। ফলে কৃষকদের হতাশ হওয়ার কোনও কারণ নেই।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর