[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১

সাঈদীকে নিয়ে কবিতা লিখে পদ হারালেন আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৩, ০২:৫২

সাময়িক বরখাস্ত হওয়া এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল কুদ্দুস। ছবি : সংগৃহীত

যুদ্ধাপরাধের দায়ে আজীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ব্যক্তিগত ফেসবুক আইডিতে কবিতা পোস্ট দেওয়ায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল কুদ্দুসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু ও সাধারণ সম্পাদক আজগর আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি এ তথ্য নিশ্চিত করে জানান, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে নিজ ফেসবুকে কবিতা পোস্ট করে শোক প্রকাশ করেন। ওই পোস্ট দিয়ে তিনি দলের আদর্শ পরিপন্থি কাজ করেছেন।

এ কারণে সকালে দলীয় কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগ বরাবর পত্র পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আব্দুল কুদ্দুস ১৫ আগস্ট নিজের ফেসবুকে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে কবিতা লিখেন। তিনি আওয়ামী লীগের নেতা হয়েও জাতীয় শোক দিবস নিয়ে কোনো পোস্ট দেননি।

এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর