[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

নাটোরে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

নাটোর

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৩, ০৫:৪১

ফাইল ছবি

নাটোরে মাদক মামলায় রিপন আলী এবং সোহেল রানা নামের দুইজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মঙ্গলবার দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন এই রায় ঘোষণা করেন। রায় প্রদানকালে আসামি রিপন এবং সোহেল রানা পলাতক ছিলেন।

রিপন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার টিকরি এলাকার খাইরুল আলমের ছেলে এবং সোহেল রানা একই জেলা ও উপজেলার বাসেনপুর এলাকার আবু তালেবের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৩ মার্চ রাত দুইটার দিকে বনপাড়া হাইওয়ে পুলিশের একটি দল বনপাড়া বাইপাস মোড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালায়। এ সময় বাসের যাত্রী রিপন আলী ও সোহেল রানার কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের ব্যবহৃত ব্যাগ থেকে ১২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

বাংলা গেজেট/ বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর