[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

এখন আর কুড়েঘর খুঁজে পাওয়া যায় না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৩, ০৩:৩৪

ছবি: সংগৃহীত

এখন গ্রামে আর কুড়েঘর খুঁজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, পল্লীকবি জসীমউদ্দীনের কবিতার গ্রাম এখন আর খুঁজে পাওয়া যায় না। এটি কোন জাদুর কারণে হয়নি। এটি জননেত্রী শেখ হাসিনার জাদুকারি নেতৃত্বের কারণে হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর নানা পদক্ষেপে আজ দেশের প্রতিটি গ্রাম বদলে গেছে। কুঁড়েঘরের জায়গায় হয়েছে টিনের চালা। তবে সেখানেও মুরগী পালন করা হয়, পাকঘর হিসেবে ব্যবহার করা হয়, লাকড়িঘর হিসেবে ব্যবহার হয়। কিন্তু মানুষ যেখানে থাকে সেখানে কমপক্ষে টিনের চালা আছে। তথ্যমন্ত্রী বলেন, আমাদের উন্নয়নের কারণে তারা ক্ষমতা থেকে টেনে নামাতে চাই। টেনে নামানোর জন্য ক‘দিন আগে তারা (বিএনপি) ঢাকা শহরের সমাবেশ দিয়েছিল। সমাবেশের মানুষ দেখে তারা মনে করেছিল, আন্দোলনের বেলুন মনে হয় ফুলে গেছে। পরের দিন আবার তারা ঢাকায় অবরোধের ডাক দিল, এরপর যে বেলুন ফুলেছিল সেই বেলুন দুইটা ঠুস করে ফুটে গেল। এরপর তারা চিটপটাং হয়ে পড়েছে আর উঠতে পারছে না। আওয়ামী লীগকে ধাক্কা দিতে গিয়ে চিটপটাং হয়ে যে পড়েছে, এতে তাদের মাজা ভেঙ্গে গেছে আর উঠতে পারছে না। কাটিয়ে উঠতে পারছে না তাদের হতাশার সুর। তাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখেও হতাশার সুর।

তিনি বলেন, অনেক দৌড়ঝাপের পর তাদের কিছু খবর পত্রপত্রিকায় আসলে তাদের চেহারা মলিন হয়ে গেছে। আমি আমার রাজনৈতিক সহকর্মীদের কাছে জানতে চাইলাম তাদের চেহারা মলিন কেন? সহকর্মীরা আমাকে বললেন, ভাই আপনি তো বিদেশে ছিলেন তাই হয়তো জানেন না। কোন পত্রিকায় তাদের নামে কি লিখেছে তাই তাদের এই অবস্থা।

মন্ত্রী বলেন, এখন আর তারা ঘন ঘন বিদেশিদের কাছে যায় না। যখন গিয়ে দেখল কোন লাভ হয় না বিদেশীরা তাদের তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করে না নিরপেক্ষ সরকার সমর্থন করে নাই। বিদেশীরা চাই বাংলাদেশে একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হোক। আমরাও একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিচ্ছে।

এমসয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান, রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী , রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আয়েন উদ্দিন, সংরক্ষিত নারী আসন-৩৭ (রাজশাহী জেলা) এর সংসদ সদস্য এডভোকেট আদিবা আনজুম মিতা, সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ দারা প্রমুখ।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর