[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

পাবনায় গণপিটুনি দিয়ে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক, পাবনা

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৩, ০০:২৭

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোয়াল বাথান গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর দাবি, স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলীর বাড়ির গোয়াল থেকে গরু চুরি করে নেওয়ার সময় ওই ব্যক্তি ধরা পড়লে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।

ইদ্রিস আলী বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে তার গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই যুবক। এ সময় আমি টের পাই। এর পর চোর চোর বলে চিৎকার করলে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে ছুটে আসেন। 

লোকজন আসার শব্দ পেয়ে চোর দৌড়ে পালানোর সময় ধড়া পড়লে উত্তেজিত জনতা তাকে বেদম প্রহার করে। এতে সে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বসির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর