[email protected] শনিবার, ৪ঠা জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

যশোর

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৩, ২১:২২

ছবি: সংগৃহীত

যশোরে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় সাত ঘণ্টা খুলনার সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে যশোরের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ও একটি তেলের ট্যাংক লাইনচ্যুত হয়ে পাশে পড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, নাটোরের উদ্দেশে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছালে লাইনচ্যুত হয়। এ সময় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ের সহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাস জানান, খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেন সরিয়ে নেয়। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে রেল চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, ট্যাংকার কাত হয়ে পড়ায় ভেতরে থাকা জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ওই তেল সংগ্রহের জন্য ভিড় করেন। এ সময় উদ্ধার কাজ বাধাগ্রস্ত হয় বলে জানান সহকারী প্রকৌশলী। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর