[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: ছাত্রলীগের ২১ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৩, ১৭:২২

ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২১ নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

বুধবার (২৩ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি বরাবর তালিকা পাঠানো হয়েছে।

সাময়িক বহিষ্কারপ্রাপ্ত নেতারা হলেন-সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ জাকারিয়া রনি আকন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান তপু, সদস্য সায়েম হোসেন রেজা, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রিমন, আশরাফুল ইসলাম কুদ্দুস, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত রোকনী, সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক খায়রুল কবির খান, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, শাহজাদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাঁধন ইসলাম, শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়ন শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক খালিদ হাসান, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আরিফুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মানিক, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির রহমান রুম্মান, সদস্য আসলাম হোসেন, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম ফয়সাল আহমেদ, সহ-সভাপতি আতিকুর রহমান, দুর্গানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, সলঙ্গা থানা ছাত্রলীগের সহ-সভাপতি আলামিন, সদস্য রাসেল আহসান রাসু, নাইমুল ইসলাম নয়ন, নলকা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন এসব নেতারা। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে ২১ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর