[email protected] বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

বন্যার্তদের পাশে থাকার আহ্বান শেখ মুহা. জয়নাল আবেদীনের

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১৭:৫৯

ছবি : সংগৃহীত

হঠাৎ করে বাংলাদেশের ১৩ জেলায় ভয়াবহ বন্যা। সবচেয়ে বিপর্যস্ত ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের বেশ কয়েকটি জেলা। সারা দেশের মানুষ পাশে দাঁড়িয়েছে এই জেলাগুলোর ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়। দেশের বিভিন্ন ক্লান্তিকালে অসহায় মানুষের পাশে থাকেন শেখ মোঃ জয়নাল আবেদীন সামাজিক যোগাযোগ মাধামে নিজ জেলা চাঁদপুরের নেতা কর্মীদের নিয়ে বন্যার্তদের পাশে দাড়িয়েছেন শেখ মুহা. জয়নাল আবেদীন।

শুক্রবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা. জয়নাল আবেদীন এই তথ্য জানিয়েছেন।

তিনি দেশের আপামর জনগণকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বন্যা দূর্গতরা যাতে সমস্যা কাটিয়ে উঠতে পারেন সেজন্য প্রয়োজনীয় সহায়তা, ত্রাণ ও নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হচ্ছে আমাদের তরফ থেকে।

বিবৃতিতে শেখ মুহা. জয়নাল আবেদীন বলেছেন,‘বর্তমানে বন্যা কবলিত মানুষদের নিয়ে আমরা কাজ করছি । চাঁদপুরে ৩১ ইউনিয়নে ৩৫ হাজার মানুষ পানিবন্দি। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। সাহায্য ও ত্রাণ দিতে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি।’

শেখ মুহা. জয়নাল আবেদীন এই পরিস্থিতিতে সবাইকে আহ্বান জানিয়েছেন নিজ নিজ জায়গা থেকে সহায়তা কার্যক্রমের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য।

তিনি আরও বলেছেন,‘দেশের এই চ্যালেঞ্জিং সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহায়তার হাত বাড়াতে নিবেদিত থাকবে। প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রেখে এই সংক্রান্ত কাজে প্রয়োজনীয় যোগান দিতে চাই।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর