[email protected] বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

আওয়ামী ভূমি দস্যুদের থেকে দেড় যুগ পর জমি ফিরে পেল প্রকৃত মালিক পক্ষ

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৪, ২২:৩৪

ছবি : সংগৃহীত

মিনু ফকির নামে এক ব্যক্তির নামে প্রায় এক যুগ ধরে ১,২৮০ শতাংশ জমি জোরপূর্বক ভোগ দখলের অভিযোগ উঠেছে । জানাযায়, ২০০৯ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর মিনু ফকিরের ছেলে মো: হাছান ফকির (৬৫) আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে লক্ষীপুর-রায়পুরের চর ঘাসিয়ায় ১,২৮০ শতাংশ কৃষি জমি ও বসত বাড়িসহ ৫টি গরু ৩টি ছাগল জোরপূর্বক দখল করে নেয়।

সোমবার ১৯ আগষ্ট সকালে প্রকৃত মালিক পক্ষ দখলদারদের উচ্ছেদ করে নিজের জমি বুঝে নিতে গেলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় । এতে জমরি প্রকৃত মালিক পক্ষের কয়েকেজন সহ দখলদারদের এক আহত হয় আহত হয়। তারা সবাই প্রাথমিক ভাবে চিকিৎসা নিচ্ছেন।

এ জমির ক্রয় সূত্রে প্রকৃত মালিক মো: সেরাজল হক সর্দার(৭০) , মো: সেকান্তর সর্দার (৬৫) , মো: ওয়াজ উদ্দিন সর্দার(৫৫), মো: ইউসুফ দর্জি (৬০) স্বৈরশাসক আওয়ামী সরকারের পতনের পর ভুক্তভোগী পরিবার দখলকৃত জমি ছেড়ে দিতে চাপ প্রয়োগ করলে দখলদার হাছান ফকির তাদেরকে মারধর ও হত্যার হুমকি দেয়।

এদিকে জামি দখলদার হাছান ফকির দাবি করে, তার ঘরবাড়ি ও আসবাপত্র ক্ষতি সাধন করেছে। তবে ভুক্তভোগী পরিবার বলেছেন, তার দাবি মিথ্যা বানোয়াট ও উদেশ্য মুলক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর