[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

গাইবান্ধা

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৩, ১৮:০৯

ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রফিকুল ইসলাম ওই ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের তছলিম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় তরফ কামাল গ্রামের মনোরঞ্জনের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় আলোর স্বল্পতা দেখা দেয়। এসময় রফিকুল নিজেই একটি বৈদ্যুতিক বাল্বের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ওসি মো. শামসুল আলম শাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর