[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের লাঠিচার্জ

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১১ জুলাই ২০২৪, ২২:৫২

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে লাঠিচার্জ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে মিছিল নিয়ে নগরের টাইগারপাস এলাকা অবরোধ করতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। আহত হন কয়েকজন।

 

এ সময় আহত হয়ে এক ছাত্রী রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে।

 

এর আগে দুপুর আড়াইটা থেকে চট্টগ্রামের বটতলী রেলস্টেশনে অবস্থান নেন তারা। পরে বিকাল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে টাইগারপাস সড়ক অবরোধের জন্য গেলে পুলিশ তাদের পথরোধ করে। পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

 

পরে শিক্ষার্থীরা পুনরায় সংগঠিত হয়ে দুই নম্বর সড়ক মোড়ে অবস্থান নিলে ফের ছত্রভঙ্গ করে পুলিশ। এ সময় আন্দোলনকারীরা কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন। পরে ফের একত্রিত হয়ে দুই নম্বর গেট অবরোধ করেন তারা। সর্বশেষ সন্ধ্যা সোয়া ৭টায় শিক্ষার্থীরা পুরো দুই নম্বর মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন।

 

এদিকে চবির এক নম্বর গেটে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মোখলেছুর রহমান বলেন, শিক্ষার্থীদের ওপর কোনো লাঠিচার্জ করা হয়নি। তাদের আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য আটকানো হয়েছে। কোনো শিক্ষার্থী আহত হননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর