[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

নওগাঁয় ডাস্টবিনে মিলল মানব ভ্রূণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৩, ০২:৪৭

ফাইল ছবি

নওগাঁয় একটি ডাস্টবিন থেকে মানব ভ্রূণ উদ্ধার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে শহরের পার-নওগাঁ এলাকা থেকে ভ্রূণটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ওসি ফায়সাল বিন আহসান।

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পার-নওগাঁ মরছুলা উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশে একটি ডাস্টবিনে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ভ্রূণটি দেখতে পায় স্থানীয়রা।

কিন্তু পুলিশ সেখানে যাওয়ার আগেই নওগাঁ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ভ্রূণটি উদ্ধার করে পৌরসভায় নিয়ে আসে। পরে সেখান থেকে থানা-পুলিশ ভ্রূণটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ওসি ফায়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ভ্রূণটি বয়স ৫-৭ মাসের হবে। তবে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করে বলা যাবে সেটির বয়স কত হবে।

ওসি আরও বলেন, হাসপাতালে ভ্রূণটির ডিএনএ প্রোফাইল তৈরি শেষে পৌরসভার মাধ্যমে দাফন করা হবে। এ ছাড়া ডাস্টবিনে ভ্রূণটিকে রেখে গেছেন তার পরিচয় এখনো পাওয়া যায়নি। এসব বিষয়ে পুলিশ কাজ করছে।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর