[email protected] শনিবার, ৪ঠা জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

কাঁচপুরে বেড়েছে মোবাইল ছিনতাই

জিহাদ হোসেন , নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ২২:২৫

ছবি : মর্নিং টাইমস

নারায়ণগঞ্জের কাঁচপুরে বেপরোয়া হয়ে উঠেছে মোবাইল ছিনতাইকারী চক্র। দিনে দুপুরে মটরসাইকেল যোগে মোবাইল ছিনতাই করছে তারা। প্রতিনিয়ত কাঁচপুরের নয়াবাড়ি, বিসিক গেট সংলগ্ন, আল- নুর মেইল, পাঠাত্তা চাঁদমহল এলাকা, সেনপাড়া ও কলাপট্টি এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

গত বুধবার বিকেলে কাঁচপুর এসএস সিএনজি পাম্পের সামনে মহাসড়কে ফুটওভার ব্রিজ নিচে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন ইব্রাহিম (৩৩) নামের এক যুবক। মোটরসাইকেল যোগে দুই যুবক তার হাতে থাকা মোবাইল টান দিয়ে নিয়ে চলে যায়। ভুক্তভোগী ইব্রাহিম জানান, কাঁচপুর থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ফুটওভার ব্রিজ নিচে তখনি দুই জন মোটরসাইকেল এসে ছো মেরে নিয়ে যায় আমার মোবাইল।

তিনি বাংলা নিউজ২৪ এর ক্যামেরা পার্সন বলে জানান। এছাড়াও আরও একজন ভুক্তভোগী সুমন জানান, কাঁচপুর ব্রিজের ওপরে সন্ধ্যার সময় হেটে আসছিলেন তখন ৪/৫জনের একটি দল ছুরি ঠেকিয়ে মোবাইল নিয়ে যায়। সজীব নামে আরও এক যুবক বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কাঁচপুর হাইওয়ে থানা আসছিলেন পুলিশের সাথে কথা বলার জন্য তখন তিনি জানান, মোবাইল কানে দিয়ে চাঁদ মহলের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন মোটরসাইকেল যোগে দুই যুবক মোবাইল টান দিয়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা করছিলো, শক্ত করে ধরে রাখায় নিতে পারেনি।

এই বিষয়ে সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এসআই পংকজ কান্তি সরকার বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে কাঁচপুরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। আমরা আজ শনিবার থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়ন করবো দুটি টহল টিমও রাস্তায় থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর