[email protected] সোমবার, ৬ই জানুয়ারী ২০২৫, ২৩শে পৌষ ১৪৩১

পাবনায় ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে যুবক হত্যা

Abdur Rahman

প্রকাশিত:
৭ জুন ২০২৪, ১৪:৩৮

ছবি : সংগৃহীত

পাবনার চরতারাপুরে ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে হাবিব সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিব সরদার দাসপাড়া গ্রামের মকশেদ সরদারের ছেলে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সিরাজ সরদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিহত হাবিবের শাশুড়ির ছাগল অভিযুক্ত সিরাজুল ইসলাম সরদারের লাগানো কলাগাছ খেয়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সিরাজ সরদারের স্ত্রী আহত হয়। এরপর সিরাজ ক্ষিপ্ত হয়ে হাবিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে হাবিবের মৃত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর