[email protected] বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১৪:১৬

ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে এক কাভার্ডভ্যানের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অপর কাভার্ডভ্যানের চালক ও হেলপার সাগর (২২) ও বেলাল (১৭) নামে দুই ভাই নিহত হয়েছেন। তারা কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (৪ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন।

এ বিষয়ে ওসি এস এম লোকমান হোসাইন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ছুপুয়া এলাকায় ঢাকাগামী সড়কে মালবাহী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। পরে অন্যগাড়ির সহায়তা চেয়ে চালক সাগর ও বেলাল তাদের কাভার্ডভ্যানটি সচল করতে চাইলে পেছন থেকে অন্যএকটি কাভার্ডভ্যান ওই গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাগর ও বেলালের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ সময় ঘাতক


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর