[email protected] বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

বাবা-মা কাজে ব্যস্ত, পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২ জুন ২০২৪, ১১:৪৭

ছবি : সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফাতেমা আক্তার (৫) নামের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের জাকনি গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু ফাতেমা ওই বাড়ির মো. নেছার আহমেদ মোল্লার মেয়ে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ফাতেমা নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধূলা করছিল। আর তার বাবা-মা গাছের ঢালপালা কাটার কাজে ব্যস্ত ছিলেন। বেশ কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

পরে পরিবারের লোকজন তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে। বর্ষকাল আসছে, তাই যেসব পরিবারের ছোট ও সাঁতার না জানা শিশু আছে সেসব পরিবারের লোকজনকে আরও বেশি সচেতন ও সতর্ক হতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর