[email protected] বৃহঃস্পতিবার, ৯ই জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

বাগেরহাটের কচুয়ায় ভাইয়ের হাতে খুন হল ভাই

মল্লিক মোঃ জামান, (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত:
২৯ মে ২০২৪, ২০:৩৮

ছবি : সংগৃহীত

বাগেরহাটের কচুয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই হাজরা মশিউর রহমান (৩০) নামের এক যুবক  নিহত হয়েছে। নিহত মশিউর  হাজরাপাড়া গুচ্ছ গ্রামের মোঃ মাসুদের ছেলে।

বুধবার(২৯ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার হাজরাপাড়া গুচ্ছ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

কচুয়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘাতক বাইজিত শেখ (২০) কচুয়া উপজেলার হাজরাপাড়া গ্রামের এমতাজ শেখের ছেলে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাজরা মশিউর রহমাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মহসীন হোসেন জানান, হামলার ঘটনা শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ ২জনকে আটক করে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কচুয়া উপজেলার হাজরাপাড়া গ্রামের বাইজিত শেখের ছুরিকাঘাতে ও তার পরিবারের হামলায় তার আপন মামাতো ভাই নিহত হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর