[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান চাপায় ৪ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৩, ০২:৫৩

আশুগঞ্জের সোহাগপুর নামক স্থান ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার শিশু যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সোহাগপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সরাইল উপজেলার বড়ইবাড়ির ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭), একই এলাকার মো. নাজমুল মিয়ার শিশুপুত্র মো. জিলানী (০৮), একই উপজেলার পানিশ্বর গ্রামের জাফর আলীর ছেলে আসকর মিয়া (৬০) এবং কিশোরগঞ্জ জেলার ইটনার উজ্জল। আহতরা হলেন- মো. নাজমুল, সাহেনা বেগম ও শিশু তারিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোহাগপুর বাস স্ট্যান্ডে একটি যাত্রীবাহী সিএনজি দাঁড়ানো ছিল। ঢাকামুখী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিতে থাকা এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। 

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজন শিশু রয়েছে। ময়না তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর