[email protected] বৃহঃস্পতিবার, ৯ই জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে এক যুবকের আত্মহত্যা

মর্নিং টাইমস

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৭:৪৬

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাউরা পট্টি এলাকায় পারিবারিক কলহের জের ধরে তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

আজ সকালে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার এএসআই সঞ্জয় জানায়, ধারণা করা হচ্ছে নিহত তরিকুল ইসলাম তার স্ত্রী পারুলের সাথে তিন দিন আগে ঝগড়া করেন। ঝগড়া করে স্ত্রী তার বাপের বাড়ি চলে যায়। আজ সকালে তরিকুল ইসলাম আত্মহত্যা করে। সে লেবারের কাজ করতো। নিহতের গ্রামের বাড়ি রংপুর। তিনি ফরিদুল এর বাড়িতে বসবাস করত। তার পিতার নাম মোঃ বাবুল।

এএসআই সঞ্জয় আরো জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর