[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

মেজর পরিচয়ে তরুণীকে বিয়ে, ৫ মাস পর ধরা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৩, ০২:৪৩

মো. রেজা ওরফে আপন (৪৪)। ছবি-প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর মেজর পরিচয়ে মো. রেজা ওরফে আপন (৪৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তরুণীকে বিয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রায় ৫ মাস পর রোববার (২০ আগস্ট) রাতে নন্দীগ্রাম পৌর শহরের কলেজপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রতারকের মো. রেজা ওরফে আপন সিরাজগঞ্জ সদরের ফুকসাগাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে মামলা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভূয়া মেজর পরিচয় দিয়ে রেজা ওরফে আপন পাঁচ মাস আগে নন্দীগ্রাম কলেজপাড়ায় বিয়ে করেন এক তরুণীকে। এরপরে বিভিন্ন সময় শ্বশুড়বাড়িতে বেড়াতে আসেন তিনি।

এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে রোববার রাতে কলেজপাড়ার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভূয়া মেজর পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে অপরাধ করে আসছিল রেজা। এখানেও মেজর পরিচয় দিয়ে বিয়ে করে সে। স্থানভেদে ভিন্ন নাম ব্যবহার করে সে।

যার কারণে তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর