[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

ফেনীতে বজ্রাঘাতে দুই শিক্ষার্থী নিহত

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৯ মে ২০২৪, ২১:১৭

ছবি : সংগৃহীত

ফেনীতে বজ্রাঘাতে দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (১৯ মে) এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ফেনীতে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ফেনীর ছালনাইয়ার উত্তর কুহুমা গ্রামে তার মৃত্যু হয়। নিহত ওই তরুণের নাম মাহাদী হাসান (১৭)। তিনি ছালনাইয়ার উত্তর কুহুমা গ্রামের প্রবাসী আতিকুর রহমান মজুমদারের ছেলে। মাহাদী এবার এসএসসি পাস করে প্রথম বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।

স্থানীয় ইউপি সদস্য মাহতাব উদ্দিন মজুমদার জানান, মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয় মাহাদী। তাকে মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া এবং পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক অপরজনের নাম নাম ঠিকানা জানা যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর