[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১০ মে ২০২৪, ১৯:১৯

ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আরমান আলী (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ মে) দুপুরে উপজেলার ওয়াপদা রেলক্রসিং সংলগ্ন এলাকায় খুলনাগামী রকেট মেইলে এ দুর্ঘটনা ঘটে। আরমান ওই এলাকার সাহেবপাড়া সেলিম উদ্দিন ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরমান দীর্ঘদিন ধরে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত। পরিবার সাধ্যমত চিকিৎসা করে আসছিল। তার চিকিৎসা করতে গিয়ে ইতোমধ্যে সব জমি-জায়গা শেষ হয়ে গেছে। এজন্য এ কাজ করতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর