[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
৫ মে ২০২৪, ১৮:১৯

ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নুর কালাম নামের এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রোহিঙ্গা যুবক উখিয়ার ক্যাম্প ১৯ ডি/১৪ ব্লকের নূর সালামের ছেলে।

রোববার (৫ মে) সকালে রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক-এম ১৭ রেড ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে উখিয়ার আশ্রয় শিবিরের রেড ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকা থেকে নূর কালাম নামের এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আজ ভোরে একদল রোহিঙ্গা সন্ত্রাসী তাকে জবাই করে হত্যা করে রেখে চলে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর