[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

‘ফর্সা’ ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে যে কাণ্ড ঘটনালেন মা

মর্নিং টাইমস

প্রকাশিত:
৪ মে ২০২৪, ২০:২৯

ছবি : সংগৃহীত

মেয়ের জামাই ‘কালো’ বলে মেয়েকে ছাড়িয়ে নিয়ে ‘ফর্সা’ ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য ছয় মাসের গর্ভের সন্তান মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। নিজ মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভিকটিম ওই নারী।

জানা গেছে, প্রায় তিন বছর আগে পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের তাজমুলের সঙ্গে সম্পর্ক করে বিয়ে হয় সাদিয়ার। তিনি আশাশিনি উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুর রহিম মোড়লের মেয়ে। জামাই কালো বলে মা সালমা বেগম তাজমুলকে পছন্দ করতেন না। এর মধ্যে ছয় মাস আগে সাদিয়া অন্তঃসত্ত্বা হন।

কিন্তু তাজমুলকে তালাক দিয়ে ফর্সা ছেলে দেখে বিয়ে দেবে এমন চিন্তাভাবনা করেন সালমা বেগম। এজন্য বৃহস্পতিবার মেয়ের গর্ভের সন্তান নষ্ট করতে তাকে ওষুধ খাইয়ে দেন সালমা বেগম।

শুক্রবার রাতে প্রচণ্ড ব্যথা শুরু হলে সাদিয়াকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মিডওয়াইফ শামীমা ও রোখসানা খাতুন মৃত সন্তান প্রসাব করান।

সাদিয়া বলেন, তার মা এ ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত সালমা বেগম পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর