[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪, ১৮:১৫

ছবি : সংগৃহীত

দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। সোমবার (২৯ এপ্রিল) দুপুর ৩টায় এই জেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস এতথ্য জানিয়েছে। বৈশাখের টানা খরতাপে চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা দাবাদাহে এ জেলার মানুষের জীবন ওষ্ঠাগত। দিন ও রাতে তাপমাত্রার পার্থক্যও থাকছে কম। দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী হয়ে উঠেছে জনজীবনে।

জানা গেছে, সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ। দুপুর ১২টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। এ কারণে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর এবং ভ্যান ও রিকশা চালকরা। দাবদাহের কারণে মাঠের ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, এ রকম তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন। আগামী দুই-তিন দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর