[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

পরীক্ষার হলে বাবা-মা, বাইরে অপেক্ষায় সন্তান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৩, ০২:৪৬

সংসার-সন্তান সামলিয়েই পরীক্ষায় বসেছেন মাহমুদা আক্তার। ছবি-প্রতিনিধি

কলেজ জীবনের গণ্ডি পেরোনোর আগেই প্রেমের ইতিতে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন আমিরুল ইসলাম আলিম ও মাহমুদা আক্তার। তারা দু’জনই এবার এইচএসসি পরিক্ষার্থী। বৃহস্পতিবার শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছেন তারা দু’জনই। ঐ সময় হলের বাইরে নানির কোলে অপেক্ষার প্রহর গুনছিল ৩৭ দিনের ছেলে সন্তান।

জানা যায়, গত দেড় বছর আগে আমিরুল ইসলাম আলিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাহমুদা আক্তার। গত ৩৭ দিন আগে তাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে ছেলে সন্তান। এরই মধ্যে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। সংসার-সন্তান সামলিয়েই পরীক্ষায় বসেছেন মাহমুদা আক্তার।

রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী কড়াইতলা এলাকার আমিরুল ইসলাম আলিমের স্ত্রী মাহমুদা। তাদের ছেলে সন্তানের নাম ইব্রাহিম ইসলাম সোহান। সন্তানকে নিয়েই বৃহস্পতিবার নগরীর শাহ মখদুম কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে বসেছিলেন মাহমুদা। পরীক্ষা রুমের বাইরে সেই সন্তানকে নিয়ে অপেক্ষা করছিলেন নানি হামিদা বেগম ও খালা শাহানা খাতুন।

রুমের বাইরে অপেক্ষারত হামিদা বেগম বলেন, ‘আমার নাতির বয়স ৩৭ দিন। মেয়ে ও জামাই দু’জনেই এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। ছোট্ট বাচ্চা কখন ক্ষুধার জন্য কাঁদতে পারে তাই পরীক্ষা কেন্দ্রের বাইরে নাতিকে নিয়ে বসে আছি।’

ইব্রাহিম ইসলাম সোহানের খালা শাহানা খাতুন বলেন, ‘মাহমুদা আমার ছোট বোন। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি দু’জন বিয়ে করেন।’

আপনার বোনের স্বামী আলিম কি করেন? এমন প্রশ্ন করা মাত্রই হেসে উত্তর দিলেন ‘সেও এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে।’ মাহামুদা আক্তার নগরীর মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজ এবং তার স্বামী আলিম নগরীর একটি কারিগরি কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

জানা যায়, আলিম নগরীর একটি শো-রুমে পার্ট টাইম জব করেন। মূলত দুই পরিবারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার মনোভাবের কারণেই বিয়ের পরও নিজেদের পড়াশোনা চালিয়ে নিতে পারছেন।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর