[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত

মর্নিং টাইমস

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৪, ২২:২০

ছবি সংগ্রহীত

সোমবার (২২ এপ্রিল) বিকেলে সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম।

নিহত দুজন হলেন- পুরকৌশল বিভাগের ’২০তম ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা। তিনি নরসিংদী জেলার কাজল সাহার ছেলে। অন্যজন একই বিভাগের ’২১তম ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন। তিনি নোয়াখালী সুধারামের নিউ কলেজ রোডের মোহাম্মদ দেলোয়ারের সন্তান।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন '২১তম ব্যাচের শিক্ষার্থী হিমু। তিনি হাসপাতালে ভর্তি আছেন।

সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, যতটুক জেনেছি তারা তিনজন মোটরসাইকেলে ছিলেন। বাস ধাক্কা দেওয়ার পর একজন ঘটনাস্থলে মারা যান। আর দুজনকে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজন মারা যান। বাকি একজন বর্তমানে ওই হাসপাতালে আইসিইউতে আছেন। তারা সবাই চুয়েটের শিক্ষার্থী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর