[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

মোংলায় ১৫ কেজি গাঁজাসহ নারী আটক

মল্লিক মোঃ জামান(বাগেরহাট প্রতিনিধি)

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪, ১২:০৮

ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোংলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর মাদক বিরোধী অভিযানে ১৫ (পনের) কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শনিবার(৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি চৌকস দল ভোররাতে বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ (কাপালীরমেঠ) এলাকায় অভিযান পরিচালনা করে স্বামীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এসময় আসামির বাড়ির রান্নাঘরে কৌশলে লুকিয়ে রাখা অবৈধ মাদকদ্রব্য ১৫ (পনেরো) কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪,৫০,০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাতেমার স্বামী বিল্লাল হক (৩২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, আটক ফাতেমার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। আটকের স্বামী বিল্লাল হকও মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। তাকেও আটকে অভিযান চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর